Good Handwriting:শিশুর হাতের লেখা সুন্দর করতে মেনে চলুন এই টিপসগুলি

Good Handwriting:শিশুর হাতের লেখা সুন্দর করতে মেনে চলুন এই টিপসগুলি

 

“হাতের লেখায় যেন মুক্ত ঝরে পড়ছে”– এই ধরণের প্রবাদ বাক্যের সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। কারো হাতের লেখার অসাধারণত্ব বোঝাতে পূর্বে এমন উপমা ব্যবহার করা হত। একটা সময় ছিল যখন সুন্দর হাতের লেখাকে একটি অন্যতম দক্ষতা হিসেবে ধরা হত। এখন যদিও সেসব অতীত হয়েছে। তবে তার মানে এই নয় যে হাতের লেখার কোন গুরুত্বই নেই। হাতের লেখা দিয়ে মানুষ চেনার মত কাজও করা হয়ে থাকে। আপনি ভাবছেন এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হাতের লেখা দিয়ে মানুষ চেনা, এ আবার কেমন কথা? এর জন্য জ্ঞান চর্চার অন্যতম একটি শাখা রয়েছে, যার নাম গ্রাফোলজি। হাতের লেখা বিশ্লেষণ করার মাধ্যমে কারো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নির্ণয় করা হয় এই গ্রাফোলজির দ্বারা।

তাহলে শিশুদের জন্য এই হাতের লেখার বিকাশ তো ক্রমেই হবে। হাতের লেখার মাধ্যমে শিশুরা নিজেদের প্রকাশ করতে পারে। তাই শিশুর হাতের লেখা শেখার সময় সুস্পষ্টটা, পেন্সিল ধরার মত বিষয়গুলির সম্পর্কে আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে। এখানে আমরা বাচ্চাদের হাতের লেখা কি করে সুন্দর করা যায় তার কিছু উপায় শেয়ার করার চেষ্টা করছি।

            শিশুর হাতের লেখা সুন্দর করার টিপস

 

  • পেন বা পেন্সিল সঠিকভাবে ধরতে পারছে কিনা নজর দিন

কীভাবে সন্তান লেখার সময় পেন্সিল ধরছে তা দেখুন। এই ধরে রাখা বা গ্রিপ তৈরি হওয়া দরকার। তর্জনী ও বাঁকানো অবস্থায় বুড়ো আঙ্গুল দিয়ে পেন্সিল ধরা শেখানমধ্যমাটি পেন্সিলের অপর দিকে থাকবে, আর অন্য আঙ্গুল দুটি ভেতরের দিকে

যদি আপনার সন্তানের গ্রিপ নিয়ে সমস্যা হয় তাহলে বিভিন্ন ধরণের পেন্সিলের গ্রিপ ব্যবহার করে দেখতে পারেন, যা শিক্ষা সামগ্রীর দোকানে বা অনলাইনে অনায়েসেই পেয়ে যাবেন।। এগুলি পেন বা পেন্সিল কে কিছুটা মোটা করে দেয় যার ফলে বাচ্চারা সহজেই ধরে রাখতে পারে।

 

  • অক্ষরগুলি এক লাইনে সারিবদ্ধভাবে আছে কিনা খেয়াল করুন

আপনার সন্তানের হাতের লেখা সুন্দর করতে হলে তা পরীক্ষা করুন লেখা সারিবদ্ধভাবে আছে কিনা। বিভিন্ন অক্ষরের উচ্চতা কাগজের লাইনের সঙ্গে এবং অন্যান্য অক্ষরের সঙ্গে কীভাবে সারিবদ্ধভাবে থাকছে তা লক্ষ্য করে দেখুন। অগোছালো হাতের লেখা হলে তাতে এমন অক্ষর থাকবে যেগুলির আকারে কোন সঙ্গতি থাকে না। কোন কোন অক্ষর লাইনের উপরে চলে যাচ্ছে তো কোন অক্ষর লাইনের নীচে। আবার তাদের আকৃতির মধ্যেও সামঞ্জস্য থাকে না। এই জায়গাগুলি সন্তানের কাছে স্পষ্ট করুন। কোন কোন বিষয়ের জন্য তার লেখা খারাপ হচ্ছে সেগুলি বিশ্লেষণ করে বুঝিয়ে বলুন। লেখার সময় এই দিকগুলির প্রতি যাতে যত্নশীল হয় সেদিকে আপনি খেয়াল রাখুন।

 আরো পড়ুন – Kids Memory : কি খেলে বাচ্চাদের মস্তিষ্ক (ব্রেইন) ভালো হয় 

  • সমস্ত লুপগুলি বন্ধ আছে কিনা সুনিশ্চিত করুন

অক্ষর লেখার সময় সমস্ত লুপগুলি ঠিক ভাবে বন্ধ করতে পারছে কিনা সেদিকে নজর দিন। যেখানে বৃত্ত আছে সেটিও ঠিক ভাবে হচ্ছে কিনা দেখতে হবে। বৃত্ত বা লুপগুলি হাতের লেখার ক্ষেত্রে সমস্যার হয়ে দাঁড়ায়। এগুলি যথাযথ না হলে লেখা ভালো দেখায় না। যেমন ধরুন অনেক সময় এমন হয়ে থাকে যে হাতের লেখা দেখে “c”  এবং “o”  এর মধ্যে তফাৎ  বোঝার উপায় থাকে না। লেখার কোন লুপগুলি খোলা থাকবে তা আপনার সন্তান কে স্পষ্ট ভাবে দেখান। এ ব্যাপারে একটু সচেতন হলেই লেখা সুন্দর ও সুস্পষ্ট হবে।

 

  • আরো বেশি প্র্যাকটিস করান

হাতের লেখা সুন্দর তৈরি করতে প্রয়োজন আরো বেশি প্র্যাকটিসের। যে কোন কাজের ক্ষেত্রেই অনুশীলন অপরিহার্য। অনুশীলনই কোন কিছুকে পারফেক্ট করতে সাহায্য করে। এর সঙ্গে শিশুকে আরো বেশি মনোযোগী করে তুলতে হবে। লেখার প্রতি যত্নশীল হওয়ার মনোভাব শিশুর মধ্যে তৈরি করতে হবে। এর জন্যও লেখার প্র্যাকটিসের ব্যাপারটিকে আরো বেশি মজাদার করে শিশুর সামনে উপস্থাপন করার চেষ্টা করুন। যেমন ধরুন আপনি যদি সব সময় তাকে শুধু বইয়ের থেকে লেখা প্র্যাকটিস করতে দেন তাহলে তার কাছে ক্রমেই তা বোরিং হয়ে যেতে পারে। তাই একঘেয়েমি কাটাতে সন্তানের প্রিয় কোন বই থেকে লেখা প্র্যাকটিস করতে দিতে পারেন।

আবার সন্তান যদি একটু বড়ো হয়ে থাকে তাহলে তাকে ক্যালিগ্রাফির সঙ্গে পরিচয় করাতে পারেন। ক্যালিগ্রাফির লেখাগুলি দেখতে এমনিতেই এত আকর্ষণীয় যে খুব সহজেই শিশুরা প্র্যাকটিসে আগ্রহ পাবে।

লেখালেখির ব্যাপার ছোটদের কাছে সত্যিই একটু বোরিং মনে হয়। এটিকে মজাদার করে তুলতে ব্যবহার করতে পারেন রঙ বেরঙ্গের পেন, কালার পেন্সিল বা মার্কার।

 আরো পড়ুন – সন্তানের মূল্যবোধ গঠনে আপনার কর্তব্য 

  • লেখার উন্নতির কাজটি পজিটিভ মনোভাব নিয়ে শুরু করুন

শিশু বা কিশোর বয়সে বাচ্চারা মনে করে লেখা খারাপের জন্য তাদের কি ই বা করার থাকতে পারে, এ ব্যাপারে তাদের হয়তো কিছুই করার নেই। সঠিক অনুশীলনের মাধ্যমে যে কেউ ঝরঝরে হাতের লেখা অনায়াসেই তৈরি করতে পারে। এই ধারনার সঙ্গে তাদের পরিচিত করুন। তাই হাতের লেখা নিয়ে সন্তানের সঙ্গে তর্ক বিতর্ক বা বকা ঝকা থেকে যতখানি সম্ভব বিরত থাকুন। অনেক শিশুরাই লেখার পর তাদের নিজেদের হাতের লেখাই আর পড়তে পারে না। বাচ্চাদের মনে করিয়ে দিন যে তারা যা কিছু লিখছে তা তাদের এবং অন্যদের পড়ার উপযোগী করে লিখতে পাড়া প্রয়োজন। শিশুকে সুস্পষ্ট হাতের লেখার গুরুত্ব বুঝতে শেখাতে হবে আপনাকেই।

 

 

১। শিশুদের হাতের লেখা ভালো করার প্রথম ধাপ কী ?

উত্তরঃ প্রথমে অক্ষর চেনাতে হবে । তারপর কোনটি পূর্ণমাত্রা , কোনটি অর্ধমাত্রা এবং কোনগুলি মাত্রাহীন সেই সম্পর্কে শিশুদের পরিচিত করাতে হবে ।

২। শিশুদের প্রথমের দিকে পেন্সিল নাকি কলমের ব্যাবহার করা উচিত ?

উত্তরঃ পেন্সিলের ব্যাবহার করা উচিত ।

৩। শিশুদের কোন খাতায় লেখা প্র্যাক্টিস করা উচিত ?

উত্তরঃ দাগটানা খাতায় ।

১। পেন বা পেন্সিল সঠিকভাবে ধরতে পারছে কিনা নজর দিন
২। অক্ষরগুলি এক লাইনে সারিবদ্ধভাবে আছে কিনা খেয়াল করুন
৩। সমস্ত লুপগুলি বন্ধ আছে কিনা সুনিশ্চিত করুন
৪। আরো বেশি প্র্যাকটিস করান
৫। লেখার উন্নতির কাজটি পজিটিভ মনোভাব নিয়ে শুরু করুন
শিশুর হাতের লেখা সুন্দর করতে মেনে চলুন এই টিপসগুলি

আরো পড়ুন –

১। বিজ্ঞানের প্রতি শিশুর ঝোঁক বাড়াতে মেনে চলুন এই টিপসগুলি

২। শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলুন, কল্পনা শক্তির বিকাশ ঘটবে

৩। আপনার সন্তান কি কোন বিশেষ প্রতিভার অধিকারী? বুঝবেন কীভাবে?

৪। সন্তানের মধ্যে এই লক্ষনগুলি দেখা দিলে এক্ষুনি সচেতন হন

4 thoughts on “Good Handwriting:শিশুর হাতের লেখা সুন্দর করতে মেনে চলুন এই টিপসগুলি”

  1. Pingback: অপশন চেইনে ট্রেড করার টিপস।Option chain analysis - Share Bazar Blog

  2. Pingback: সন্তানের সফল ভবিষ্যৎ গড়ে তুলতে এখন থেকেই কীভাবে প্রস্তুতি নেবেন । দেখে নিন 6টি কার্যকর উপায় - Parenting

  3. Pingback: বয়সের সঙ্গে শিশুর উচ্চতা তেমন বাড়ছে না । ভরসা রাখতে পারেন এই উপায়গুলোতে - Parenting

  4. Pingback: আপনার সন্তানের উচ্চ শিক্ষার জন্য অর্থ সঞ্চয়ের সুবিধা - Share Bazar Blog

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *