নবোদয় বিদ্যালয়ে

সন্তানকে নবোদয় বিদ্যালয়ে দিতে চাইছেন ? আবেদনের শেষ তারিখ কিন্তু ৩১শে জানুয়ারি। জেনে নিন বিস্তারিত

যে সকল অভিভাবকেরা তাদের সন্তানদের নবোদয় বিদ্যালয়ে পড়াতে চাইছেন, তাদের জন্য সুখবর!! ২০২৩- ২০২৪ শিক্ষাবর্ষের জন্য নবোদয় বিদ্যালয়ের তরফ থেকে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবছর ২রা জানুয়ারি এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মূলত ষষ্ঠ শ্রেণী ও নবম শ্রেণীতে ভর্তির জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া ৩১ শে জানুয়ারি পর্যন্ত চলবে। নবোদয় বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ navodaya.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে ?(নবোদয় বিদ্যালয়ে )

  • ষষ্ঠ শ্রেণীতে আবেদনের যোগ্যতা
  1.  সিলেকশন টেস্টে অংশগ্রহণকারী ক্যান্ডিডেটের বয়স ৯ থেকে ১১ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে তপশিলি জাতি বা উপজাতির জন্য কোন প্রকার শিথিলতা নেই।
  2. পরীক্ষায় অংশগ্রহণকারীকে অবশ্যই একটি স্থায়ী স্কুলের পঞ্চম শ্রেণীতে পাঠরত হতে হবে।
  3. ক্যান্ডিডেট যে জেলার নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করছে, তার সেই জেলার বাসিন্দা হওয়া প্রয়োজন। যদি এমন হয় কোন জেলা বিভক্ত হয়ে গেছে এবং বিভক্ত হয়ে যাওয়া জেলায় নতুন নবোদয় বিদ্যালয় এখনও চালু হয়নি, সেক্ষেত্রে পুরনো অবিভক্ত জেলার ক্যান্ডিডেটদেরও ভর্তির জন্য বিবেচনা করা হয়ে থাকে।
  4. যে সকল ক্যান্ডিডেট গ্রামীণ কোটা থেকে ভর্তির দাবিদার, তাদের অবশ্যই গ্রামীণ স্থায়ী কোন স্কুল থেকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে পড়া এবং উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
  5. যে ক্যান্ডিডেট শহরের কোন স্কুলে একদিনের জন্যেও পঠনপাঠন করেছে, তাকে শহুরে এলাকার ক্যান্ডিডেট হিসেবেই বিবেচনা করা হবে। 
  6. আবেদনকারীকে অবশ্যই ৩০ শে সেপ্টেম্বরের আগে পদোন্নতি পেয়ে থাকতে হবে। যে ক্যান্ডিডেট এই তারিখের আগে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়নি বা ভর্তি হয়নি, তারা আবদনের জন্য যোগ্য নয়।
  • নবম শ্রেণীতে আবেদনের যোগ্যতা
  1. জেলার যে কোন স্বীকৃত স্কুলে যে সকল পড়ুয়া অষ্টম শ্রেণীতে পড়ছে, তারা নবোদয় বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারে।
  2. নবম শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক ক্যান্ডিডেটের বয়স ১লা মে এই তারিখ অনুযায়ী ১৩ থেকে ১৬ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

নবোদয় বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র কোথায় পাবেন ?(নবোদয় বিদ্যালয়ে )

নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এই প্রক্রিয়া আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত করা যাবে। নবোদয় বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ http://navodaya.gov.in/ এ পাওয়া যাবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইন অর্থাৎ এই ওয়েবসাইটে আবেদনের জন্য ফর্ম পূরণ ও জমা দিতে হবে।

ফর্ম পূরণ করার সময় ক্যান্ডিডেটের মৌলিক ব্যক্তিগত বিষয়, অ্যাকাডেমিক ডিটেলস, কন্টাক্ট ডিটেলস এবং অন্যান্য কিছু বিষয়ে জানতে চাওয়া হবে।

ক্যান্ডিডেটের ছবি ও হস্তাক্ষর স্ক্যান করে যথাযথ সাইজ মেনে আবেদনের ফর্মে আপলোড করতে হবে। 

পরীক্ষার অন্য আবেদনকারীর পছন্দের শহর আবেদন পত্রে দিতে হবে। 

পূরণ করার পর আবেদনপত্র যথাযথভাবে একবার মিলিয়ে দেখে নিয়ে তারপর অনলাইনে জমা দিতে হবে।

এক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার জন্য কোন প্রকার আবেদন ফী লাগবে না।

জমা দেওয়ার পর আবেদনপত্রের একটি হার্ড কপি রাখা প্রয়োজন।

সিলেকশন টেস্টের সিলেবাস ( নবোদয় বিদ্যালয়ে )

  1. মেন্টাল  এবিলিটি টেস্টঃ  জিওমেট্রিকাল ফিগার কমপ্লিশন, প্যাটার্ন কমপ্লিশন, এম্বেডেড ফিগার, পাঞ্চড হোলড, এনালজি, অড ম্যান আউট, ফিগার ম্যাচিং, মিরর ইমেজিং।
  2. ল্যাঙ্গুয়েজ টেস্টঃ প্যাসেজ পড়ে কিছু প্রশ্নের উত্তর দেওয়া। 
  3. এরিথমেটিক টেস্টঃ দশমিক, সময় ও গতি, দূরত্ব, পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যা, সরল সুদ, শতাংশ, লাভ ও ক্ষতি ইত্যাদি। 
  • নবম শ্রেণীর সিলেবাস
  1. হিন্দিঃ বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দ- বিবেক, শব্দ- ভেদ, বর্ণবিচার, বাক্য গঠন, বাক্য সংশোধন ইত্যাদি।
  2. ইংরাজিঃ  কম্প্রিহেন্শন, ওয়ার্ড, সেনটেনস, মোডাল অক্সিলারি, ডিগ্রি অফ কম্পারজন, টেনস, রিপোর্টেড স্পিচ, স্পেলিং, জাম্বলড ওয়ার্ড, প্রিপজিশন। 
  3. গনিতঃ বর্গ ও বর্গমূল, অনুপাত, মূলদ সংখ্যা, লাভ ও ক্ষতি, পরিমাপ, সূচক এবং শক্তি, ঘনমূল ও ঘনক, চতুর্ভুজ, ডেটা হ্যান্ডলিং। 
  4. সাধারণ বিজ্ঞানঃ  জীব অজীব, বৈদ্যুতিক স্রোত, সৌরজগত, প্রাকৃতিক ঘটনা, উপাদান, খাদ্য, বল, আলো।

পরীক্ষার প্যাটার্ন (নবোদয় বিদ্যালয়ে )

  • ষষ্ঠ শ্রেণীর জন্য
  1. পরীক্ষা পদ্ধতি- অফলাইন
  2. পরীক্ষার জন্য সময়- ২ ঘণ্টা
  3. প্রশ্নের ধরণ- মাল্টিপল চয়েস 
  4. পরীক্ষার মাধ্যম- বাংলা, অসমিয়া, ইংরাজি, বোড়ো, মালয়লম, খাসি, গারো, কন্নড়, হিন্দি, গুজরাটি, উর্দু, তেলেগু, তামিল, মনিপুরি, মিজো, মারাঠি, ওড়িয়া, নেপালি, পাঞ্জাবি।
  5. প্রশ্ন সংখ্যা- ৮০ টি
  6. মোট নম্বর- ১০০
  7. নেগেটিভ মার্কিং- নেই

বিষয় অনুযায়ী প্রশ্নের বিভাজন এরকম-

বিষয়প্রশ্ন সংখ্যামোট নম্বরসময়
মেন্টাল এবিলিটি টেস্ট৪০৫০৬০ মিনিট
গনিত২০২৫৩০ মিনিট
ল্যাঙ্গুয়েজ টেস্ট২০২৫৩০ মিনিট
মোট৮০১০০১৬০ মিনিট
প্রশ্নের বিভাজন
  • নবম শ্রেণীর জন্য
  1. পরীক্ষা পদ্ধতি- অফলাইন
  2. পরীক্ষার জন্য সময়- ২ ঘণ্টা ৩০ মিনিট
  3. প্রশ্নের ধরণ- মাল্টিপল চয়েস 
  4. পরীক্ষার মাধ্যম- ইংরাজি এবং হিন্দি
  5. প্রশ্ন সংখ্যা- ১০০ টি
  6. মোট নম্বর- ১০০

বিষয় অনুযায়ী প্রশ্নের বিভাজন এরকম-

বিষয়প্রশ্ন সংখ্যামোট নম্বর
ইংরাজি১৫১৫
হিন্দি১৫১৫
গনিত৩৫৩৫
বিজ্ঞান৩৫৩৫
মোট১০০১০০
প্রশ্নের বিভাজন

অ্যাডমিট কার্ড ও রে্জাল্ট (নবোদয় বিদ্যালয়ে )

এডমিট কার্ড নবোদয় বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট আউট করে পরীক্ষার সময় নিয়ে যেতে হবে।

এছাড়া পরীক্ষার ফলাফলও অফিসিয়াল ওয়েবসাইটে থেকেই জানা যাবে।

আরো পড়ুন –

সন্তানকে কিভাবে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলবেন ?

অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব

শিশুর অঙ্কন প্রতিভা কিভাবে বিকশিত করবেন

শিশুর সফল ভবিষ্যৎ কিভাবে গড়ে তুলবেন ?

1 thought on “সন্তানকে নবোদয় বিদ্যালয়ে দিতে চাইছেন ? আবেদনের শেষ তারিখ কিন্তু ৩১শে জানুয়ারি। জেনে নিন বিস্তারিত”

  1. Pingback: কিভাবে প্রস্তুতি নেবেন জওহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষার জন্য? রইল কিছু কার্যকরী টি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *