সব পক্ষই একটাই কথা ভাবছে পঞ্চায়েত ভোটের দিন কি পাল্টাবে ? সেই দিকেই তাকিয়ে আছে শাসক ও বিরোধী সব পক্ষই । সোমবার বিকালে শুনানি হলেও স্পষ্ট হয়নি পঞ্চায়েত ভোটের দিন পিছিয়ে যাবে কিনা । পঞ্চায়েত ভোট পিছিয়ে যাবে কিনা তার সাথে আরোও কিছু দাবি নিয়ে কোর্টে দ্বারস্থ হয় বিরোধিরা , তাদের দাবিগুলি ছিল –
১)মনোনয়নের সময়সীমা ও প্রয়োজনে ভোটের দিন পিছিয়ে দেওয়া।
২)কেন্দ্রীয় বাহিনী দ্বারা ভোট করানো ।
৩) সিভিক ভলান্টিয়ার সহ চুক্তিভিত্তিক কর্মীদের ভোটে নিযুক্ত করানো যাবে না ।
সোমবার সকাল ১১টা ৭ মিনিটে শুরু হয় শুনানি। শুনানি ৪ ঘণ্টা হওয়ার পর এখন রায়দান স্থগিত রাখা হয় । আশা করা হচ্ছে মঙ্গলবার সকালের মধ্যই সব পক্ষই উত্তর পেয়ে যাবে ।