বীরভূমে কি এবার গুড় বাতাসা বিলির দায়িত্ব নেবে বিরোধীরা ?

বীরভূম মানেই যে নামটি প্রথমে আসে অনুব্রত মণ্ডল । এই পঞ্চায়েত নির্বাচনে তিনি থাকছেন জেলে। প্রতিবার অভিযোগ নিয়ে আসে বিরোধীরা , সন্ত্রাসের জন্য তাঁরা নমিনেশন দিতে পারেনা । অনুব্রতহীন বীরভূমে এখন লক্ষ্য করা যাচ্ছে বিরোধীদের নমিনেশনের বহর ।

প্রশাসন সুত্রে জানে গেছে প্রথম দিন ১৩০ টি এবং দ্বিতীয় দিনে ৪৯৬ টি আসনে নমিনেশন জমা পড়েছে । তাদের মধ্য প্রায় সবই বিজেপির।

বিরোধীদের দাবি পূর্বের নির্বাচনে তাঁরা যে ভুল করেছে তা এবার করতে চায় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *